বাগেরহাটের মোল্লাহাটে সাপের কামড়ে সুরাইয়া (৭) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার আড়ুয়াডিহি গ্রামে বাড়ির পুকুর পাড় থেকে রোববার সকালে সাপে কামড়ানোর পর প্রথমে গোপালগঞ্জ ও পরে খুমেক হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। ভিকটিমের স্বজনরা জানান, বাড়ির পুকুর পাড়ে গেলে সুরাইয়াকে সাপে কামড়ায় (দংশন করে)। এরপর তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সুরাইয়া (৭) ওই গ্রামের মোস্তাফিজুর রহমান মোল্লার মেয়ে।