সিরাজদিখানের রাজানগর উচ্চবিদ্যালয় কমিটির সভাপতি রাবেয়া নির্বাচিত

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : : | প্রকাশ: ১৯ মে, ২০২৪, ০৮:৫৫ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানের রাজানগর-সৈয়দপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মানবাধিকার কর্মী  রাবেয়া হোসেন। রোববার বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে বিদ্যালয়ের দাতা সদস্য ১ জন, অভিভাবক প্রতিনিধি ৫ জন, শিক্ষক প্রতিনিধি ২ জন ও সংরক্ষিত নারী প্রতিনিধি ১ জন, মোট ৯ জন ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ৬ জন ভোটার রাবেয়াকে সমর্থন করায় তিনি নির্বাচিত হয়েছেন।

ভোট গ্রহনের সময় নির্বাহী অফিসারের কক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভুইঁয়া, সাংবাদিক নজরুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন হাওলাদার, রাজানগর সৈয়দপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান প্রমুখ। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW