৬ষ্ঠ উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ২১ মে রাঙ্গামাটির তিন উপজেলা কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়িতে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজস্থলী উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা নির্বাচনে বিজয়ী হয়েছেন। এ ছাড়া বিলাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী (আনারস), কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি ও বর্তমান ভাইস-চেয়ারম্যান মো. নাছির উদ্দিন (দোয়াত-কলম) ও কাপ্তাই কৃষকলীগ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা ঝটিল (ঘোড়া)। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজনই আওয়ামী।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান এক পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলো- আবদুল হাই খোকন (টিউবওয়েল), সুইপ্রু মারমা (টিয়া পাখি) ও কামাল উদ্দিন (উড়োজাহাজ)। এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছে বিউটি হোসেন (কলসি) ও ফারহানা আহমেদ পপি (ফুটবল) প্রতীক নিয়ে মাঠে লড়ছে। কাপ্তাই উপজেলার ২৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার মোট ভোটার ৪৯ হাজার ৫২৮ জন।
রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা (আনারস) প্রতীক ও রূপান্তর বাংলার সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন রানা (দোয়াত কলম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া এই উপজেলায় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারাধন কর্মকার ও উপজেলা মহিলালীগের নেত্রী গৌতমী খিয়াং। রাজস্থলীর ৩টি ইউনিয়নে ১৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার ২০,৮৬৭ জন।
বিলাইছড়িতে আঞ্চলিক দল জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যার (দোয়াত-কলম) সঙ্গে লড়ছেন আওয়ামী লীগের একক প্রার্থী দলটির উপজেলা সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা (আনারস)।
এছাড়া পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- পুরুষ ভাইস চেয়ারম্যান বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা (মাইক) প্রতীক এবং সোনালাল তঞ্চঙ্গ্যা (টিউবয়েল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উৎপলা চাকমা (হাঁস) প্রতীক ও সুদীপ্তা তঞ্চঙ্গ্যা (প্রজাপতি) প্রতীককে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিলাইছড়ির ৪টি ইউনিয়নে ১৩টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। বিলাইছড়ির মোট ভোটার ২৩,৬৯২ জন।
নির্বাচন অফিস সুত্রে জানায়, প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ আনসার মোতায়েন এর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে বিজিবি ও র্যাব টহল থাকবে।