ডিমলায় তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

এফএনএস (এমএমআই লিটন; ডিমলা, নীলফামারী) :  : | প্রকাশ: ২০ মে, ২০২৪, ১০:০৬ পিএম

নীলফামারীর ডিমলায় সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে তিন দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন করেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। 

মেলা উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমার সভাপত্বিতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, নব নির্বাতিচ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা শিক্ষা কর্মকর্ত বীরেন্দ্র নাথ রায় প্রমুখ।

“কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প”এর আওতায় তিনদিনের এ কৃষি মেলায় ২০টি প্রদর্শনী স্টলে বিভিন্ন প্রজাতির ফলফলাদি ও গাছের চারা এবং কৃষি উপকরণ প্রদর্শন করা হয়।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW