হাটহাজারীতে শান্তিপূর্ণ উপজেলা নির্বাচন সম্পন্ন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : : | প্রকাশ: ২১ মে, ২০২৪, ০৭:০১ পিএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন মঙ্গলবার একপ্রকার শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে জোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের অদূরে দুই প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩ জন এবং চারিয়া বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বেলা বারোটায় দিকে এই ঘটনা ঘটেছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পরে তাদের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। 

ভোট কেন্দ্র গুলো সরোজমিন পরিদর্শন করে উপস্থিত লোকজনের সাথে কথা বলে জানা যায়, সোমবার হাটহাজারী উপজেলা পরিষদের নির্বাচন সকাল ৮টায় যথাসময়ে শুরু হয়। উপজেলার আওতাধীন ১ শ ৬টি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমন চোখে পড়ার মত ছিল না। ভোট কেন্দ্রের কোথাও কোন গন্ডগোল কিংবা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে ১১ নং ফতেপুর ইউনিয়নের জোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে দুই প্রতিদ্বন্ধী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এই সময় ঘোড়া প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর করা হয়। সংর্ঘষের পর ঘোড়া প্রতীকের সমর্থকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২নং সড়কের রেল লাইন সংলগ্ন এলাকায় টায়ার জ্বালানি বিক্ষোভ প্রদর্শন করেন। সংঘর্ষের সংবাদ অবহিত হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তবে ভোট কেন্দ্রে ভিতরে শান্তিপূর্ণভাব ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এখানে সংঘর্ষে তিন জন আহত হয়েছে। আহতরা হলেন ফরিদ মিয়া (৬০), পিতা আমিনুর রহমান, সাং জোবরা, প্রকাশ শীল (৫০) পিতা পরিমল কান্তি শীল, সং জোবরা, মোহাম্মদ আরিফ (২৫) পিতা নূর হোসেন, সাং মীরশরাই। তাছাড়া ৩ নং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের আঘাতে ইমতিয়াজুল আলম জনি (৩৩) পিতা শাহা আলম, সাং চারিয়া। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগ কর্তৃকরত চিকিৎসক ডাঃ সুফিয়া খানম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। টুকটাক নিরবিচ্ছিন্ন ঘটনা ছাড়া হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন একপ্রকার শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে বলে দায়িত্ব প্রশাসন সূত্র গনমাধ্যমকে অবহিত করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW