পাবনার সুজানগরে পেট্রোলবাহী লরি গাড়ির চাপায় ২জনে মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা রাতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের অদূরে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলো সুজানগর পৌরসভার মসজিদপাড়া গ্রামের আবু বকরের ছেলে আবদুল মান্নান (৩৮) ও চরসুজানগর গ্রামের লবাই দোকানদারের ছেলে কামরুল ইসলাম (৩৫)।
সুজানগর থানার ডিউটি অফিসার আতাউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই মান্নান ও কামরুল প্রাণিসম্পদ অফিসের পার্শ্ববর্তী একটি চায়ের দোকান থেকে সুজানগর পৌর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পৌর বাজার থেকে কাজীরহাটগামী পেট্রোল ভর্তি একটি লরি গাড়ি ব্রেক মিস করে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে সুজানগর থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মান্নানও কামরুলের লাশ উদ্ধার করে। থানা পুলিশ ঘাতক লরি গাড়ি আটক করেছে। তবে গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা প্রক্রিয়া দিন বলে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালালউদ্দিন জানান।