দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। বর্তমান কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চারবারের সাবেক ইউপি চেয়ারম্যান একেএম ফারুক বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
এই উপজেলায় ১ লক্ষ ৩২ হাজার ৭৮০ জন ভোটারের মধ্যে ৮২ হাজার ৫৩৭ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী অংশগ্রহণ করলেও এ কে এম ফারুক (দোয়াদ কলম) প্রতীক নিয়ে ৩৩ হাজার ১৪০ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আরমান সরকার (মোটরসাইকেল) প্রতীকে ২৫ হাজার ১২ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করলে রঘুনাথ রায় (টিয়াপাখি) প্রতীকে ২০ হাজার ৫৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাজেদুর রহমান খোকন (টিউবওয়েল) প্রতীকে ১৭ হাজার ৭৩২ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশগ্রহণ করলে ডলোমনি রায় (পদ্মফুল) ৩১ হাজার ৩৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাহারোল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোছাঃ রাবেয়া পারভীন (কলস) প্রতীকে ২৭ হাজার ৭৬৩ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।