চিরিরবন্দরে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ 

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : : | প্রকাশ: ২২ মে, ২০২৪, ০১:৩১ এএম

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের আয়োজনে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপি নির্বাচনী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গ্রহণযোগ্য অবাধ-সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এই উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্র্রণকারী কর্মকর্তাদের নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

গতকাল ২২ মে বুধবার উপজেলার চিরিরবন্দর মডেল পাইলট উচ্চবিদ্যালয় ও উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের কর্মকর্তাদের মধ্যে থেকে প্র্রিাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম, বিশে অতিথি হিসেবে জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আফতাবুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার এ এস এম সাইফুর রহমান উপস্থিত ছিলেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW