চিরিরবন্দরে শিক্ষক কর্মচারীগণের নির্বাচনী দায়িত্বের তালিকা প্রকাশ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : : | প্রকাশ: ২২ মে, ২০২৪, ০১:৩৪ এএম

দিনাজপুরের চিরিরবন্দরে শিক্ষক কর্মচারীগণের নির্বাচনী দায়িত্বের জন্য করা তালিকা প্রকাশের পর ব্যাপক বিশৃংখলা ও শিক্ষকগণের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

জানা গেছে, আগামী ২৯ মে চিরিরবন্দর পরিষদ নির্বাচন। এ উপলক্ষে শিক্ষক কর্মচারীগণের নির্বাচনী দায়িত্বের জন্য তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর দেখা যায় চিরিরবন্দর মহিলা কলেজের আয়াকে পোলিং অফিসার, দপ্তরীকে পোলিং অফিসার, ছোট হাশিমপুর আর এম উচ্চবিদ্যালয়ের নৈশ প্রহরীকে অফিসার, আয়াকে পোলিং অফিসার, দপ্তরীকে পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ছোট হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন প্রার্থী খোচনা এসসি স্কুল এ- কলেজের অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুলকে সহকারি প্রিজাইডিং অফিসার করা হয়েছে। চাকুরী জীবনে কোনদিন নির্বাচনী দায়িত্ব পালন করেননি এমন কয়েকজনকে দলীয় বিবেচনায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেয়া হয়েছে। গত ২০ বছর পুর্বে বন্ধ হয়ে যাওয়া পুনট্ট্রি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে তালিকাভূক্ত করা হলেও যারা দীর্ঘদিন নির্বাচনী দায়িত্ব পালন করেছে, তাদের তালিকাভূক্তি করা হয়নি।  

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার এ এস এম সাইফুর রহমান বলেন, নৈশ প্রহরী, আয়া ও দপ্তরীদের বাদ দেয়া হয়েছে। তারা তথ্য গোপন করে অফিস সহকারি ও কম্পিউটার অপারেটর লিখেছিল। একজন প্রার্থীকে ভূলবশত সহকারি প্রিজাইডিং করা হয়েছিল। তাঁকে সহ ওই প্রতিষ্ঠানের সকলকে বাদ দেয়া হয়েছে। নির্বাচনী প্রশিক্ষণ শেষে কিছু অদল বদল করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW