ডুমুরিয়ার রামকৃষ্ণপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধে জের ধরে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার নারীসহ ৫জন আহতের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভূক্তভোগী অনুপ কুমার গোলদার বাদী হয়ে মঙ্গলবার রাতে প্রতিপক্ষ অনুপম রায়কে প্রধানসহ ৫ জন কে বিবাদী করে এ অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের অনুপ কুমার গোলদারের সাথে দীর্ঘ দিন ধরে একই এলাকার স্কুল শিক্ষক অনুপম রায় এর জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। গত সোমবার বিকেলে ওই জমিতে থাকা নিজের একটি গোডাউন ঘর খুলে অনুপ কুমার গোলদার পরিস্কার করছিলেন। এ সময় বিবাদী অনুপম রায় আকর্ষিক ভাবে ঘরের ভিতর ঢুকে অনুপকে ঘর পরিস্কার করতে বাঁধাসহ তাকে নানাবিধ হুমকি ধামকি দিয়ে ঘর থেকে বের করে দেয়। এ সময় অনুপম রায় মোবাইল ফোনে তার বাড়িতে খবর দিয়ে ছেলে ধ্রুব রায়, ভাই শান্তনু রায়, ভাইপো অপু রায় ও তপু রায়, সহ অন্যানদের খবর দিয়ে ডেকে এনে অনুপ গোলদারের বসত ঘরের মধ্যে ঢুকে তার স্ত্রী বিউটি রায়, বোন শিপ্রা মন্ডল, অর্জুন রায়, প্রমিলা রায় ও অনুপ গোলদারকে বেধড়ক মারপিট করে আহত করে এবং বিউটির গলায় থাকা স্বার্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় তারা ঘরের আসবাবপত্র ভেঙ্গে তছনছ করে। স্হানীয় লোকজন আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যে ভর্তি করে। অভিযোগের বিষয়টি জানতে চাইলে অনুপম রায় বলেন, ওদের কে মারপিট করার অভিযোগ সঠিক নয়। বরং ওরা আমাকে মেরেছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা বলেন, বিষয়টি তদন্তের জন্যে একজন অফিসারকে দায়ীত্ব দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।