পাবনার চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন মির্জা রেজাউল করিম দুলাল। তাঁর প্রতিক ছিলো আনারস। দুলাল মির্জা ইতোপূর্বে দুইবার চাটমোহর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপজেলা পরিষদের নির্বাচনে একবার পরাজিত হয়েছিলেন। মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মির্জা রেজাউল করিম দুলাল অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীন ভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি মোট ভোট পেয়েছেন ৩৯ হাজার ৩৩৪। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি পাবনা জজকোর্টের এজিপি এ্যাড.সাইদুল ইসলাম চৌধুরী ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১৬২ ভোট। ভোটের হার ১৮.০১ ভাগ। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতিকে ২৫ হাজার ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতিক নিয়ে আসাদুজ্জামান পান্না ভোট পেয়েছেন ১২ হাজার ৭৬৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে অন্য দু’জন ভোট পেয়েছেন হুমায়ুন কবির (তালা) পেয়েছেন ১ হাজার ৯৮৩ ভোট এবং ওবায়দুল ইসলাম মিঠু (উড়োজাহাজ) পেয়েছেন ৪ হাজার ৯০৮ ভোট। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতিক নিয়ে ১৯ হাজার ৭১৯ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মোছাঃ ফিরোজা পারভীন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবিনা ইয়াসমিন রানী (কলস) পেয়েছেন ১৮ হাজার ৪১৪ ভোট। অপর প্রার্থী আফরিন আকতার লিলি (হাঁস) পেয়েছেন ৬ হাজার ২৭৫ ভোট।