রূপসায় মিনিবাস মালিক সমিতির অভিনন্দন বিবৃতি 

এফএনএস (এম এ আজিম; রূপসা, খুলনা) : : | প্রকাশ: ২২ মে, ২০২৪, ০৪:৩৭ এএম

দ্বিতীয় ধাপের নির্বাচনে মোল্লারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা'র সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শাহিনুল ইসলাম (ছানা) পূনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে শেখ ওয়াহিদুজ্জামান বাবু সহ উভয় উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, রূপসা-বাগেরহাট বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দ। 

বিবৃতি দাতারা হলেন, অত্র মালিক সমিতির সভাপতি মো. নুরুল হক লিপন, কার্যকরী সভাপতি মো. আক্তার হোসেন খান, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, মালিক সমিতির নেতৃবৃন্দ যথাক্রমে, মো. আজমল হোসেন, মো. আরিফুর রহমান মোল্লা, মো. হাসান শেখ, মো. ফরিদ শেখ, মিজানুর রহমান, আবুল কালাম আজাদ।

একইসাথে অত্র সমিতির পক্ষ থেকে উপজেলার সার্বিক উন্নয়নে গতিশীল নেতৃত্বের আশা প্রকাশ করছেন। এদিকে অনুরুপ বিবৃতি দিয়েছেন খুলনা-আন্তজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW