রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবের (দোয়াত কলম) প্রতীকের পক্ষে নির্বাচনী মতবিনিময় ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) বিকেল ৫ টায় নৈহাটী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তালিমপুর, জয়পুর ও নিকলাপুর এলাকাবাসীর উদ্যোগে তালিমপুরস্থ কদমতলা মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিব। প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. মফিজুল ইসলাম। সমাজসেবক মো. বাকি বিল্লাহ সরদারের সভাপতিত্বে ও শ্রমিক লীগ নেতা মো. ফেরদৌস শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, নৈহাটী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. জাহিদ হাসান, পূর্ব রূপসা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক এস এম এ করিম, রূপসা উপজেলা হকার্স ইউনিয়নের সভাপতি মো. কবির শেখ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. ইসহাক শেখ, মো. লিটু বিশ্বাস, মো. সোহেল হোসেন লিটন, মো. আবুল হাসান বেপারি, চম্পা বেগম, শাহিনা আক্তার টুনটুনি, মো. আহাদুজ্জামান শেখ, সেলিম শেখ, নজু মিনা, এশারাত হাওলাদার, মো. আরিফ হাওলাদার, মো. রফিকুল ইসলাম, জামাল হোসেন, মো. হাসান শেখ প্রমুখ।