মোল্লাহাটে জোরপূর্বক যুবকের সাথে কিশোরীকে বিয়ের অভিযোগ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : : | প্রকাশ: ২৩ মে, ২০২৪, ১২:০৩ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে ছয়মাস না যেতেই  জোরপূর্বক আরেক যুবকের সাথেও মাত্র ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আড়ুয়াডিহি গ্রামে অপ্রাপ্ত বয়স্ক ওই কিশোরীকে তার পরিবারের পক্ষ থেকে অল্প কয়েক দিনের ব্যবধানে দুটি ছেলের সাথে জোরপূর্বক এ বিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জোরপূর্বক বিয়েতে বাধ্য করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন রাজিব নামে এক যুবক।

মোল্লাহাট উপজেলার আড়ুয়াডিহি গ্রামের আতিয়ার মল্লিকের ছেলে রাজিব (২৫) জানান, জরুরি ভ্যান গাড়ির প্রয়োজনে চাচাতো ভাই লাহুকে ডাকতে সন্ধ্যা ৭ টার দিকে চাচার বাড়িতে প্রবেশ করেছিল রাজিব, এসময়ে চাচাতো বোন ঘর থেকে বেরিয়ে জানায় ভাই বাড়িতে নেই, কোথায় গেছে জানতে চাওয়া মাত্রই পেছন থেকে চাচা দিনা মল্লিক জ্বালানি কাঠ দিয়ে রাজিবকে পেটানো শুরু করে, তখন তার ডাক চিৎকারে আস পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। হামলার কারণ জানতে চাইলে দিনা মল্লিক জানায়, তার মেয়ের সঙ্গে অপকর্মের উদ্দেশ্যে রাজিব তার বাড়িতে প্রবেশ করেছে। এ নিয়ে গভীর রাত পর্যন্ত রাজিব ও তার পরিবারকে গালি গালাজ সহ নানা রকম হুমকি দিতে থাকে এবং আনুমানিক রাত ৩ টায় স্থানীয় কাজী জিন্নাত ও প্রভাবশালী কয়েক জনকে ডেকে এনে তাদের সহযোগীতায় ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক রাজিবের সঙ্গে আশা মনির বিয়ে দেয়া হয়। তিনি আরো জানান, যেহেতু ওই নাবালিকার সাথে জোরপূর্বক বিয়েতে বাধ্য করা হয়েছে, সেহেতু তিনি এই বিয়ে মানছেন না। এর বিচার দাবিতে ১৬মে ২০২৪ তারিখ মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে আশা মনি বলেন, ৫ মাস আগে পাশের গ্রামের কাদেরের ছেলে আলিমের সাথে তার বিয়ে হয়েছিল, কিছুদিন পর সেখান থেকে বাবার বাড়িতে এসে আর ফিরে যায়নি। শুক্রবার রাতে পুর্বের স্বামীকে তালাক দিয়ে রাজিবের সাথে তার বিয়ে দেয়া হয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার মারুফ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার বিষটি তিনি লোকমুখে শুনছেন।
কথিত জিন্নাত কাজীর কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি প্রথমে কানে কম শোনার অজুহাতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও এ প্রতিবেদককে জানান, আগের বিয়ে ডিভোর্স করা হয়েছে এবং গতরাতের বিয়ের কাবিন হয়নি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW