সাটুরিয়ায় ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির প্রচারপত্র বিতরণ

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) : : | প্রকাশ: ২৩ মে, ২০২৪, ০১:২৪ এএম

আসন্ন ২৯ মে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে প্রচারপত্র বিতরণ করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সাটুরিয়া উপজেলার বালিয়াটি, ধানকোড়া এবং সাটুরিয়া বাজারের বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের মাঝে ভোট বর্জনের প্রচার পত্র বিতরণ করেন। মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা শত শত নেতাকর্মীদের নিয়ে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে এ প্রচারপত্র বিতরণ করেন।

পরে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা সাংবাদিকদের বলেন, দেশ বাচাও মানুষ বাচাও এ স্লোগানকে সামনে রেখে, জনাব তারেক রহমানের নের্তৃত্বে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ভোট বর্জনের ডাক দিয়েছি। আজ সাটুরিয়া উপজেলায় ভোট বর্জনের এ কর্মসূচি পালন করেছি। আমারা খুব অল্প সময়ে শত শত নেতা কর্মীদের মাঠে পেয়েছি। সাধারণ মানুষ আমাদের ঢাকে সাড়া দিয়ে ইতোমধ্যে ১ম দফা, ২য় দফা ভোট বর্জন করেছে। আমরা আশা করছি আগামী ২৯ মে উপজেলা নির্বাচনও মানিকগঞ্জ সদর ও সাটুরিয়ার নির্বাচনও বর্জন করবে।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ যাদু, সাংগঠনিক সম্পাদক রকিব উদ্দিন ভূইয়া হাবু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন আহমেদ কবির, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক উজ্জল, জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ, সাটুরিয়া থানা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাধারন সম্পাদক আবুল বাশার সরকার, সহ সভাপতি আবদুল আওয়াল খান, সহ সাধারন সম্পাদক আবদুর রহমান, দপ্তর সম্পাদক আবদুর রব, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমির হামজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মহসিনুজ্জামান, শ্রমিকদল নেতা মিজানুর রহমান, ছাত্র দলের আহ্বায়ক উজ্জল, বালিয়াটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি আবু সাঈদ, সহ সভাপতি হাজী সফি, সহ সাধারন সম্পাদক  রফিকুল ইসলাম মল্লিক, সাংগঠনিক সম্পাদক ওমর আলী, বালিয়াটী ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক জয়নুল আবেদীন, সহ সাধারণ সম্পাদক সোহেল রানাসহ আরও অনেকেই।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW