রূপসায় পূর্ব শত্রুতা জের ধরে ও আম পাড়াকে কেন্দ্র করে আপন ভাইপোর হাতে ফুফু লিলি খাতুন (৪৮) মারাত্মক জখমের শিকার হয়েছে। বুধবার (২২ মে) আনুমানিক দুপুর দুইটার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের যুগিহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনায় মো. অলিদ হাসান (১৯), পারভিন বেগম (৫৫), সেজুথি খাতুন (২২), মো. মেহেদুল ইসলাম (১৯), এর নাম উল্লেখ করে রূপসা থানায় এজাহার দাখিল হয়েছে।
ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানা যায়, নিজের অংশের জমিতে আম পাড়াকে কেন্দ্র করে হামলাকারী মো. অলিদ হাসান ও মাতা পারভীন বেগমের নেতৃত্বে সেজুথি এবং মেহেদুল একত্র হয়ে লিলি খাতুনের উপর বুধবার দুপুরে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লিলি খাতুনকে কাঠের মোটা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মাথায় রক্তাক্ত জখম করে। এমনকি বাঁশের লাঠি দিয়ে তার শরীরে বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে।
আহত লিলি বেগমের চিৎকারে লোকজন জড়ো হলে হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ ও জীবন নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এর আগে প্রায়ই হামলাকারীরা জোরপূর্বক বাদীর অংশের জমিতে এসে বিভিন্ন গাছের ফল জোরপূর্বক পেড়ে নিয়ে যায়। যা বাধা দিতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন সময় নানান ধরনের হুমকি দেয়। এ নিয়ে একাধিকবার এলাকার গন্যমান্য ব্যক্তিরা শালিস-বিচার করলেও হামলাকারীরা কোন কথার কর্নপাত করেনি। এই অলিদের বিরুদ্ধে পূর্বেও এরকম ধরনের ঘটনায় শালিস হয়েছে।
এ বিষয়ে আহত লিলি খাতুন বলেন, আমার ভাইপো অলিদ আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। পূর্বেও আমার উপর বিভিন্ন ধরনের হামলা-জুলুম করেছে, কিন্তু আমি কখনো প্রতিবাদ করার সাহস পাইনি। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।
হামলাকারী অলিদের সাথে ঘটনা জানতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।