ছবি শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম তাদের বহুল প্রতীক্ষিত একটি ফিচার চালু করেছে। এর ফলে একজন ব্যবহারকারী একই সঙ্গে কয়েকটি ইনস্টাগ্রাম আক্যাউন্ট পরিচালনা করতে পারবেন। তথ্যপ্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে এ তথ্য। গত সোমবার ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানায়, আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত অ্যাপ ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। তবে পূর্ণাঙ্গভাবে এই ফিচার চালুর আগে বেশ কিছুদিন ধরে যাচাই-বাছাই চালিয়েছে ইনস্টাগ্রাম। গত নভেম্বর থেকে পরীক্ষামূলক পর্যায়ে অ্যানড্রয়েড অ্যাপের জন্য চালু করা হয় এই ফিচার। তবে ইনস্টাগ্রামের নতুন সংস্করণ ৭ দশমিক ১৫ থেকে অফিশিয়ালি এই ফিচার সংযুক্ত হলো। এ সপ্তাহেই হালনাগাদকৃত অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের একাধিক অ্যাকাউন্ট একই সঙ্গে পরিচালনা করতে পারবেন ইনস্টাগ্রামে। আর এই ফিচার চালু করতে ব্যবহারকারীদের যেতে হবে তাঁর প্রোফাইলের সেটিংস অপশনে। এখানে বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য সংযোজন করতে হবে। বিভিন্ন অ্যাকাউন্টের নাম তখন ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা যাবে। প্রয়োজনীয় অ্যাকাউন্টের নামের ওপর ক্লিক করে সহজেই অন্য আরেকটি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এই ফিচার যুক্ত হওয়ার আগপর্যন্ত ব্যবহারকারীদের বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের প্রতি নির্ভরশীল থাকতে হতো। তাই ব্যবহারকারীদের পক্ষ থেকে এটি ছিল অনেক বেশি কাক্সিক্ষত একটি ফিচার। ইনস্টাগ্রামে যাঁরা নিজের প্রতিষ্ঠান কিংবা সংস্থার অ্যাকাউন্ট চালান, তাঁদের জন্য বেশ উপকারী হবে এই ফিচার। এর ফলে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বারবার লগ আউট করার মতো ক্লান্তিকর কাজ আর করতে হচ্ছে না।