সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু-তদন্তের জন্য তাদের দশদিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার মাহফজুর।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও শিলিস্তি রহমান।
এর আগে বৃহস্পতিবার সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও সিলিস্তি রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এমপি আনোয়ারুল আজিমকে হত্যার বিচার বাংলাদেশেই হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সাত্তার দুলাল। যে দেশের নাগরিক, সেদেশে বিচার হবে। তবে ভারতেও তদন্ত হবে।
আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, আসামি পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিল না। আদালতে শুধু শিলাস্তি রহমান বলেছেন, আমাকে কেন অ্যারেস্ট করা হলো। আমি তো কিছু জানি না। বাকি ২ আসামি কোনো কথা বলেননি।
আদালত প্রত্যেককে ৮ দিন করে সতর্কতার সঙ্গে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন।