জেলার মেহেন্দিগঞ্জ পৌর এলাকায় দেয়াল ধসে নুরুল আমিন (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মৃত নুরুল আমিন উপজেলার বদরপুর গ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে ও পাতারহাট বন্দরের একজন ব্যবসায়ী ছিলেন।
শনিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক জানান, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নুরুল আমিন নিজের দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে বদরপুর এলাকার মাহবুব তালুকদারের দোকানঘর অতিক্রমকালে দেয়াল ধসে নুরুল আমিন তার নিচে চাঁপা পরে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।