জাভিকে ছাঁটাই করে ক্ষতিপূরণের মুখে বার্সা

এফএনএস স্পোর্টস: : | প্রকাশ: ২৫ মে, ২০২৪, ০৬:১৪ এএম

জাভি হার্নান্দেজকে বরখাস্ত করে বড় অঙ্কের জরিমানাই গুনতে হচ্ছে বার্সেলোনাকে। ২০২৫ সাল পর্যন্ত স্প্যানিশ দলটির সঙ্গে চুক্তি ছিল জাভির। কিন্তু সেই মেয়াদ শেষ হওয়ার আগে ছাঁটাই করায় ক্ষতিপূরণ দিতে হচ্ছে বার্সাকে। যেটার পরিমাণ ১ কোটি ৫০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ১৯০ কোটি টাকারও বেশি। বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ দৈনিক 'লা ভ্যানগার্দিয়া' জানিয়েছে, এই আর্থিক ক্ষতিপূরণে দুই ভাগে বিভক্ত। প্রধান কোচ হিসেবে জাভি পাবেন অর্ধেকটা। বাকিটা পাবেন কোচিং স্টাফের অন্য সদস্যেরা। রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হচ্ছে বার্সালোনায় জাভির অধ্যায়। বিদায়বেলায় আবেগ ছুঁয়ে গেছে এই বার্সা কিংবদন্তিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জাভি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, রোববার বার্সার সঙ্গে আমার যাত্রা শেষ হতে চলেছে। প্রাণের ক্লাবকে ছেড়ে যাওয়া কখনোই সহজ ব্যাপার নয়। তবে আমি খুবই গর্বিত। যে ড্রেসিংরুমকে আমি দ্বিতীয় পরিবার মনে করি, সেই ড্রেসিংরুমের প্রধান হিসেবে আড়াই বছর কাটাতে পেরেছি।’ খেলোয়াড়ি জীবনের বেশিরভাগ সময় জাভি কাটিয়েছেন বার্সেলোনায়। ক্লাবটির সঙ্গে তাই তাঁর প্রাণের বন্ধন। ছেড়ে গেলেও তাই আজীবন বার্সার সমর্থক হয়েই থাকবেন বলে জানিয়েছেন জাভি, ‘রোববারের পর থেকে আরেকজন বার্সা-ভক্ত হিসেবে তালিকায় যুক্ত হব। খেলা অলিম্পিক স্টেডিয়ামে হোক কিংবা কয়েক মাস পর নতুন ক্যাম্প ন্যুতে হোক, আমাকে গ্যালারিতে দেখতে পাবেন।’

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW