আনার হত্যা: কলকাতায় গিয়ে যা জানালো ডিবিপ্রধান

এফএনএস: : | প্রকাশ: ২৬ মে, ২০২৪, ০৪:২৭ পিএম

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকা- তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে কলকাতা গেছেন তিন সদস্যের প্রতিনিধিদল। 

রোববার (২৬ মে) সকালে কলকাতায় যান তারা। কমিটির অন্য দুই সদস্য হলেন- ওয়ারী বিভাগের ডিসি মুহাম্মদ আবদুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।

কলকাতায় পৌঁছে ডিবি প্রধান হারুন গণমাধ্যম কর্মীদের বলেন, 'তাদের (অপরাধীদের) পরিকল্পনা ছিল এমপিকে হত্যা করবেন ও লাশ গুম করবেন। তাকে যেন কোনোদিন না পাওয়া যায় সে চিহ্ন তারা রাখবে না। অপরাধীদের যেন ধরা না যায় সেভাবে একে একে দেশ থেকে বের হয়ে যাবেন। এটি নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কলকাতা পুলিশ যেমন কাজ করছে, বাংলাদেশ পুলিশও কাজ করছে।'

'যেহেতু হত্যার শুরুটা বাংলাদেশে, শেষটা কলকাতায়। তাই তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমরা দুদেশের কর্মকর্তারা একে অপরের সঙ্গে কথা বলছি। ওঁরা বাংলাদেশে গিয়েছেন, আমরা এখানে এসেছি। আমরা অনেকদূর এগিয়েছি। ওঁরা যেভাবে কাজ করছেন আমরাও কোনোভাবে সহযোগিতা করতে পারি কি না দেখছি। আশা করছি স্বল্প সময়ের মধ্যে দ্রুত সম্ভব পুরো লাশটা না পেলেও অংশবিশেষ আশা করি উদ্ধার করতে পারব,' বলেন তিনি।

কলকাতায় যাওয়ার বিষয়ে ডিবি প্রধান বলেন, 'লাশের অংশবিশেষ উদ্ধার না হলে কিন্তু মামলা নিষ্পত্তি করা যাবে না। সে কারণে আমাদের মূল কাজ দুটি-লাশ বা অংশবিশেষ উদ্ধার ও অপরাধীদের জিজ্ঞাসাবাদ করা, তাদের সঙ্গে অন্য কোনো চক্র জড়িত কি না সেটি খুঁজে বের করা।'

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW