সীতাকুণ্ডে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ১ম বর্ষে অধ্যায়নরত মোঃ ইউসা খালেদ সহ তার ৭জন বন্ধুদের নিয়ে গতকাল ২ জুন রোববার বারৈয়াঢালা এলাকায় পাহাড়ে ঝরঝরি ঝর্ণায় বেড়াতে আসে। মোঃ ইউসা খালেদ ও তার বন্ধুরা মোবাইল ও টাকা-পয়সা সহ ব্যাগ ঝর্ণার নিকটবর্তী পাড়ে রেখে ঝর্ণায় গোসল করতে নেমে যায়।
গোসল শেষে তারা দেখতে পায় ঝর্ণার পাশে রেখে যাওয়া ২টি ব্যাগ কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। তাহাদের ব্যাগে ভিতর থাকা মোবাইল ফোন ও মানি ব্যাগ না পাইয়া সীতাকুন্ড মডেল থানার ওসিকে বিষয়টি অবগত করেন। পর্যটকদের অভিযোগের প্রেক্ষিতে ওসির নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলায়মান দ্রুত সময়ের মধ্যে সঙ্গীয় অফিসার এএসআই/এমদাদ, এএসআই/মোমিন, এএসআই/এম মকসুদ অভিযান পরিচালনা করেন। পুলিশের অভিযানে চুরির ঘটনার সাথে জড়িত মোহাম্মদ বাদশা মিয়া (২৮) পিতা-মুন্সী মিয়া. সাং-ছোট দারোগারহাট, নাফিজ ফুয়াদ নেহাল (২৩) পিতা- নূরুচ্ছফা, সাং-শেখেরহাট, উভয় থানা-সীতাকু-, জেলা-চট্টগ্রাম ২ জনকে গ্রেপ্তার করেন। তাদের থেকে চুরি যাওয়া ২টি মোবাইল ফোন ও মানি ব্যাগ সহ আনুষঙ্গিক মালামাল উদ্ধার করেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সীতাকু- থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ কামাল উদ্দিন, পিপিএম জানিয়েছেন। তিনি আরো বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের মোবাইল ও মানি ব্যাগ উদ্ধার হওয়ায় সীতাকু- থানা পুলিশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ১ম বর্ষে অধ্যায়নরত মোঃ ইউসা খালেদ ও তার বন্ধুরা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।