ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের চরভাটারাকান্দা গ্রামের বঙ্গবন্ধু স্মৃৃতি সংসদ নামে নির্মানাধীন আধাপাকা একটি ক্লাব ভবনের সাইন বোর্ড সরানোকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি মাদক ব্যবসায়ীদের রোষানলে পরে এই ক্লাবটি এখন বন্ধের পথে। এই জনকল্যানমুলক ক্লাবটি নির্মিত হওয়ায় ঐ এলাকায় মাদক ব্যবসা ও অনৈতিক কর্মকা- পরিচালনা করতে না পারায় একটি চক্র প্রশাসনকে ভুল বুঝিয়ে এ ক্লাবটি বন্ধের পায়তারা চালিয়ে আসছে। এতেই এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে এলাকাবাসী ও ক্লাব কর্তৃপক্ষ বুধবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছেন, এলাকার শান্তি শৃঙ্খলা, বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষায় ক্লাবটি দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকা- পরিচালিত হয়ে আসছে। এই ক্লাবে এলাকার যুবক ও প্রবীনরা নানামুখী প্রশিক্ষণ গ্রহন করে আসছে। যেহেতু পাশেই একটি সরকারী আবাসন প্রকল্প। এখানে দিন দিন অপরাধ প্রবনতা বেড়েই চলছে। এ ক্লাবটির মাধ্যমে খোলাধুলা ও চিত্তবিনোদনের মাধ্যমে অপরাধ প্রবণতারোধে ক্লাবটি এলাকার সর্বসাধরনের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এদিকে একটি চক্র বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে নানামূখী চক্রান্ত শুরু করে। এলাকাবাসী ও ক্লাব কর্তৃপক্ষের অনুরোধে সম্প্রতি ক্লাবের পৃষ্ঠপোষক প্রবাসী প্রিন্স মিলন মাহমুদের অর্থায়নে আধাপাকা ভবন নির্মানের জন্য কাজ শুরু হয়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ক্লাবটিতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় যুবকদের স্বাবলম্বী করতে নানামুখী প্রশিক্ষণসহ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন হয়ে আসছে। সম্প্রতি ক্লাবটিতে আধাপাকা ভবনে রুপান্তরিত করতে গেলে এলাকার একটি মহলের চোখে বাঁধে। এ ব্যপারে ক্লাবের সভাপতি বলেন, এ ক্লাবটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকার মাদক নির্মুলে কঠোর ভুমিকা পালণ করে আসায় একটি চক্র ক্লাবের বিরুদ্ধে উঠে পরে লাগে।