লাকসাম এবার ইরি-বোরো আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় এবার বোরো আবাদে রোগ বালাই দমনের জন্য আলোকফাঁদসহ বিভিন্ন পদক্ষেপ ও পরামর্শ কৃষকদের প্রদান করা হয়। ফলে কৃষকরা পরামর্শ অনুসরণ করায় ধানের চারাগুলো রোগ মুক্ত হয়। আবহাওয়া অনুকূলে থাকায় বোরো আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে ফলন বেশি হয়েছে। লাকসাম উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানাযায় এবার ইরি-বোরো আবাদ লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয় হাইব্রিড-৫হাজার ৬শ ৬ হেক্টর, উফশী ধান ৩০হাজার ৬৯হেক্টর, মোট আবাদ ৮৭হাজার ২৯হেক্টর। এর মধ্যে আবাদ হয়েছে হাইব্রিড ৫হাজার ৪শ ৯০হেক্টর উফশী ধান ৩২হাজার ৩৪হেক্টর। আবাদ হয়েছ ৮৭হাজার ২৪হেক্টর। ফলন হয়েছে হাইব্রিড ধানের ৩৯হাজার ১শ ১৭ মেঃ টন, চাউলে হলো ২৬হাজার ৭৮মেঃ টন, উফশী ধানে ১৯হাজার ৩শ ৭ মেঃ টন, উফশী চাউলে ১২হাজার ৮শ ৭১মেঃ টন। মোট উৎপাদন ধানের ৫৮হাজার ৪শ ২৪ মেঃ টন। চাউলে ৩৮হাজার ৯শ ৪৯মেঃ টন হয়েছে। লাকসাম উপজেলা কৃষি অফিসার মোঃ আল আমিন (বিসিএস কৃষি) জানান এবার ইরি বোরো উৎপাদন ভালো হয়েছে এবং বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে ফলন বেশি হয়েছে। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আলী আহমেদ বলেন এবার বোরো আবাদে কৃষকেরা প্রথমে বীজতলা তৈরিতে কোমর বেঁধে মাঠে নামেন। কৃষকেরা পুরোদমে ইরি-বোরো আবাদে ব্যস্থ ছিলেন। কৃষি সম্প্রসারণ বিভাগ আরো জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম-এমপি কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের ফসল আবাদে উৎসাহিতকরণ ও সহযোগিতা প্রদানের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।