লাকসামে আউশ-আমন আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ

এফএনএস (এমএসআই জসিম; লাকসাম, কুমিল্লা) :  : | প্রকাশ: ৬ জুন, ২০২৪, ০২:০৭ এএম

চলতি মৌসুমে আউশ-আমন আবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায় এবার চলতি মৌসুমে আউশ-আমন আবাদ লক্ষ্যমাত্রা হাইব্রিড ১৮হাজার ৫০হেক্টর উফশী ধান লক্ষ্যমাত্রা ৩হাজার ৬শ হেক্টর, মোট ৫হাজার ৪শ ৫০ হেক্টর। এ পর্যন্ত আবাদ হয়েছে হাইব্রিড ৫৫ হেক্টর, উফশী ধান আবাদ হয়েছে ২শ ১০হেক্টর, মোট ২শ ৬৫ হেক্টর আবাদ হয়েছে। লাকসাম উপজেলা কৃষি অফিসার মোঃ আল আমিন (বিসিএস কৃষি) আউশ-আমন আবাদে কৃষকদের উৎসাহিত এবং পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আলী আহমেদ বলেন চাউলে উৎপাদন বাড়াতে কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ বিভাগ আরো জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মোঃ তাজুল ইসলাম-এমপি কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের ফসল আবাদে উৎসাহিতকরণ ও সহযোগিতা প্রদানের জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।  

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW