শাহ জামাল সিরাজী শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) :  : | প্রকাশ: ৬ জুন, ২০২৪, ০৩:২৩ পিএম

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের নির্বাচন বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বগুড়ার শেরপুরে আলহাজ¦ শাহ জামাল সিরাজী চেয়ারম্যান, নূরে আলম সানি ভাইস চেয়ারম্যান ও মোছা. শিখা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সকাল ৮ টা থেকে একটানা ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত। প্রত্যক্ষ ব্যালট পেপারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোটে অংশগ্রহণ করে ভোটাররা। শেরপুর উপজেলা পরিষদ হলরুমে বুধবার রাত পৌনে ১২টার দিকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী।

এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহ জামাল সিরাজী। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪০ হাজার ১৮০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সুলতান মাহমুদ আনারস প্রতীকে পেয়েছেন ৩৮ হাজার ৭৫১ ভোট। নির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস-চেয়ারম্যান পদ থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সাংসদ মজিবর রহমান মজনু বিধি মোতাবেক উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার পর থেকে তিনি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। 

এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নুরে আলম সানি। তিনি তালা প্রতিক নিয়ে ২৭ হাজার ৫০৯ ভোট পেয়েছেন। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দী তাজুল ইসলাম কিরণ টিউবওয়েল প্রতিক নিয়ে ১৯ হাজার ২৮২ ভোট পেয়েছেন। 

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোছা. শিখা খাতুন। তিনি হাঁস প্রতিকে ৩১ হাজার ৮৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ফাতেমা খাতুন ময়না কলস প্রতিক নিয়ে ১৯ হাজার ৯৬৩ ভোট পেয়েছে। এ উপজেলায় মোট বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৯২৬টি। আর বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৮৯৯। ভোটের হার ২৮ দশমিক ৯২ শতাংশ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW