কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি ও সাপ্তাহিক সময়ের দর্পন পত্রিকা সম্পাদক এ.এফ.এম শোয়ায়েব (৫২) আর নেই। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। দীর্ঘ দিন যাবৎ তিনি শারীরিক বিভিন্ন অসুস্থতায় চিকিৎসাধীন ছিলেন। সাংবাদিক এ.এফ.এম শোয়ায়েব চাটিতলা উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য ও চাটিতলা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় চাটিতলা উচ্চবিদ্যালয় মাঠে জানাযা শেষে মরহুম সাংবাদিক এ.এফ.এম শোয়ায়েবকে নিজ বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি এ.এফ.এম শোয়ায়েবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক অর্থন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এম.পি, নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন এম.পি, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, ভাইস চেয়ারম্যান আবদুর রাজ্জাক সুমন, বাংলাদেশ আওয়ামী লীগ নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক রফিকুল হোসেন, সদস্য সচিব অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ¦ নজির আহম্মেদ ভূঁইয়া, সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন, বাংলাদেশ জামায়াতে ইসলামি নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসান, নাঙ্গলকোট প্রেসক্লাব পরিবার, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।