ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতকরণ,ভূমি অধিকার ও কৃষি-ভূমি সংস্কার বিষয়ক এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে সিডিএ'র সহযোগিতায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে তবারক আলী'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার। আঞ্চলিক ব্যবস্থাপক জাহেদুর রহমান'র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোজহারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী। এ সময় আরও বক্তব্য রাখেন,জেলা জনসংগঠনের নুরনেহার,উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানিক হোসেন,কবিরাজ মূর্মূ। জনসমাবেশে জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিতসহ খাস জমিতে ভূমিহীনদের নানা অধিকার এমনকি হয়রানি বন্ধ এবং বিভিন্ন জটিলতা নিরসনের জোর দাবি জানান।