বড় লক্ষ্য দেওয়ার পর বৃষ্টিতে ভেসে গেছে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের আশা। পরের ম্যাচে আর বাগড়া দেয়নি প্রকৃতি। তিন বিভাগেই দাপুটে ক্রিকেট খেলে নামিবিয়ার বিপক্ষে জয় পেয়েছে স্কটল্যান্ড। একইসঙ্গে পয়েন্ট টেবিলেও তারা উঠে গেছে শীর্ষে। গ্রুপের বাকি দুই ম্যাচ শেষেও এই অবস্থান ধরে রাখতে চাওয়ার কথা বলেছেন জয়ের নায়ক মাইকেল লিস্ক। বারবাডোজে বৃহস্পতিবার নামিবিয়াকে ৫ উইকেটে হারায় স্কটল্যান্ড। ১৫৬ রানের লক্ষ্যে শুরুটা তেমন ভালো না হলেও লিস্ক ও বেরিংটনের ৪২ বলে ৭৪ রানের পঞ্চম উইকেট জুটিতে ৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় স্কটিশরা। বোলিংয়ে ১৬ রানে ১ উইকেটের পর ব্যাট হাতে ১৭ বলে ৩৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হন লিস্ক। ইংল্যান্ডের সঙ্গে পরিত্যক্ত ম্যাচের এক পয়েন্ট ও নামিবিয়াকে হারিয়ে পাওয়া দুই পয়েন্টে এখন ‘বি’ গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড। একই গ্রুপে আছে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তারা এক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে দুই নম্বরে। দুই ম্যাচ খেলে ফেলা স্কটল্যান্ডের সামনে আছে দুটি ম্যাচ। নামিবিয়াকে হারানোর পর সংবাদ সম্মেলনে লিস্ক বলেন, গ্রুপের সব ম্যাচ শেষেও টেবিলের শীর্ষে থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। “আমাদের দুর্দান্ত স্কোয়াড রয়েছে। এটি বিস্ময়ের কিছু নয় (টেবিলের শীর্ষে থাকা)। অন্য কারও জন্য চমক জাগানিয়া হতে পারে। ইংল্যান্ড হয়তো বলবে সেদিন আমাদের ১০ ওভারে ৯০ রান করা তাদের জন্য চমক ছিল। তবে আমি এতে অবাক হইনি। এই দলের গভীরতা দারুণ।” “আমরা কয়েকজন বেশ কয়েক বছর ধরে একসঙ্গে খেলছি। কিছু তরুণ প্রতিভাও যুক্ত হয়েছে এখন। তাই আমরা একদমই অবাক হইনি যে আমরা এখন এই (শীর্ষে) অবস্থানে আছি। আমাদের সামনে আরও বড় দুটি ম্যাচ আছে। সেগুলো শেষে আমরা কেন গ্রুপের শীর্ষে থাকতে পারব না!” উচ্চাশা নিয়েও অবশ্য বাস্তবতা মাথায় রাখছেন লিস্ক। শেষ দুই ম্যাচ হেরে গেলে সবার নিচে চলে যেতে পারেন সেটিও ভালোভাবেই জানা স্পিন অলরাউন্ডারের। তাই ওমান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন তিনি। “শেষ দুই ম্যাচ আমাদেরকে টেবিলের তলানিতেও ফেলে দিতে পারে। এখনও ৮০ ওভারের খেলা বাকি আছে। এরসঙ্গে অন্যান্য দলগুলোও আরও অনেক কিছু করবে। রোববারে আমাদের ওমানের বিপক্ষে বড় ম্যাচ। এরপর আমরা আবার সামনে তাকাব।” “এখানে বসে আমি এটি বলব না যে অস্ট্রেলিয়া ম্যাচটি কঠিন হবে না। বা এটিও বলব না যে, ওমান ম্যাচটি কোনো কঠিন কিছু হবে না। কারণ আমি জানি সহযোগী সদস্য দেশগুলো কতটা দৃঢ় হয়। ওমানের এখনও জ্বলে ওঠা বাকি। আমাদের সঙ্গেও সেটি হতে পারে।” অ্যান্টিগায় আগামী রোববার ওমানের মুখোমুখি হবে স্কটল্যান্ড। পরে সেন্ট লুসিয়ায় আগামী ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ।