চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ সদর ওসি মুহসীন আলম

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : : | প্রকাশ: ৯ জুন, ২০২৪, ০২:৫০ এএম

তৃতীয় বারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়ে সম্মাননা পেয়েছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মুহসীন আলম। পুলিশ লাইন্স ড্রিলশেডে এ অনুষ্ঠিত মে মাস, ২০২৪ খ্রিঃ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পুলিশ সদস্যদের কল্যাণে মেসের খাবার পরিবেশ, রেশন, পোশাক, অস্ত্র ও গুলি, কর্মস্থল ও ব্যারাক, ঔষধ ও চিকিৎসা বাবদ কল্যাণ তহবিল থেকে সহায়তা, বেতন-ভাতা হতে বিভিন্ন ধরনের কর্তন, ছুটি, ডিউটি, বদলি ও ট্রেনিং, কর্মপরিবেশ সহ বিবিধ বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও অনলাইন জুয়া সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

পরে এপ্রিল মাসের বেস্ট অফিসার ইনচার্জ শেখ মো. মুহসীন আলমের হাতে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতের পরিচালনায় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মো. খায়রুল কবীর, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. রিজওয়ান সাঈদ জিকুসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

সম্মাননা স্মারক পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মহসিন আলম বলেন, সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে এবং এ থানার অন্তর্ভুক্ত এলাকা থেকে মাদক সহ সকল অপরাধ মুক্ত করতে সার্বক্ষণিক চেষ্টা চালিয়ে যাব। তিনি পুলিশের সার্বিক কাজে পূর্বের ন্যায় সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, এ পুরষ্কার আমার সামনের কাজের গতিকে আরো অগ্রগতি ও উৎসাহিত করবে। আমি যেন সততা ও নিষ্ঠার সাথে আমার এ দায়িত্ব পালন করে যেতে পারি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW