নৌ বাহিনী বঙ্গবন্ধু জাতীয় ফেন্সিং টুর্নামেন্টে সেরা

এফএনএস স্পোর্টস: : | প্রকাশ: ১০ জুন, ২০২৪, ০৩:৪৯ এএম

বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন আয়োজিত ষষ্ঠ বঙ্গবন্ধু জাতীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌ বাহিনী। প্রথম রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার-ভিডিপি, দ্বিতীয় রানার্সআপ বর্ডার গার্ড বাংলাদেশ। থেকে জুন পর্যন্ত হওয়া প্রতিযোগিতায় পদক পেয়েছে আরও ছয়টি দল। দেশের ফেন্সিং প্রতিযোগিতায় নৌ বাহিনীর শ্রেষ্ঠত্ব নতুন কিছু নয়। গত বছর পঞ্চম শেখ কামাল জাতীয় ফেন্সিং প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় জিতেছিল সাতটি সোনা, চারটি রুপা ছয়টি ব্রোঞ্জ। সেবার তিনটি সোনা, দুটি রুপা তিনটি ব্রোঞ্জ পেয়ে প্রথম রানার্স আপ হয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ। দুটি সোনা, ছয় রুপা পাঁচটি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় রানার্স আপ হয়েছে বাংলাদেশ আনসার-ভিডিপি।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW