কাপাসিয়ায় শিক্ষার্থীদের মাঝে ‘শিশু মননে বঙ্গবন্ধু’ বই বিতরণ 

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : : | প্রকাশ: ১০ জুন, ২০২৪, ০৩:৫২ এএম

গাজীপুরের কাপাসিয়ায় জেলা প্রশাসক কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত ‘শিশু মননে বঙ্গবন্ধু’ বই আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।

কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি'র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, প্রাথমিক শিক্ষা অফিসার রামিতা ইসলাম, ইন্সপেক্টর (অপারেশন) সঞ্জয় সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফউল্লাহ্ প্রমূখ।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামী, সহকারী কৃষি কর্মকর্তা শাকিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান প্রমূখ।

‘শিশু মননে বঙ্গবন্ধু’ বইয়ে ১০৪ টি কবিতার মধ্যে কাপাসিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থীর লেখা কবিতা স্থান পেয়েছে। অনুষ্ঠানে উপজেলার তরগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস আদিবা ও ভাওরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাইতা বিনতে হানিফ তাঁদের লিখা কবিতা পাঠ করে শুনান।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, আগামী প্রজন্মের জন্য কাজ করতে হবে। তাদের জন্য ভালো কিছু রেখে যেতে হবে। কবিতা মানুষের মনে প্রশান্তি আনে। মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য কবিতা একটি অন্যতম মাধ্যম। পরবর্তীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতার বই লিখার ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ সভাকক্ষের পাশে সর্ব জনিন পেনশন স্কিম বুথ উদ্বোধন করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW