কাপাসিয়ায় সর্বজনীন পেনশন স্কিম বুথ উদ্বোধন

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) : : | প্রকাশ: ১১ জুন, ২০২৪, ১২:৩৩ এএম

গাজীপুরের কাপাসিয়ায় সর্বজনীন পেনশন স্কিম বুথের উদ্বোধন করা হয়েছে। ১০ জুন সোমবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এই বুথের শুভ উদ্বোধন করেন।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের পাশে বুথ স্থাপন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুস সালাম, কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, প্রাণিসম্পদ কর্মকর্তা দেওয়ান কামরুজ্জামান জামী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা জামান ফকির, সহকারী কৃষি কর্মকর্তা সাকিল আহমেদ প্রমুখ। 

সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী যেকোনো বাংলাদেশের নাগরিক অংশ নিতে পারবেন।  

উদ্বোধন শেষে জেলা প্রশাসক উপস্থিত কয়েকজন ব্যাক্তির সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন পর্যবেক্ষণ করেন।

সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন করতে লাগবে, আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র, আবেদনকারীর একটি ব্যাংক হিসাব নম্বর, একটি সচল মোবাইল নম্বর, নমিনীর জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ। এ সকল তথ্য দিয়ে খুব সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW