আদাবরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণ, নিহত ১ 

এফএনএস: : | প্রকাশ: ১১ জুন, ২০২৪, ০২:৩৯ এএম

রাজধানীর আদাবরে বেড়িবাঁধের পাশে একটি ভাঙারি দোকানে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে কবির হোসেন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। 

এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (১১ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নিহত কবির লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে। তিনি আদাবর এলাকায় মামাতো ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিলেন।

নিহতের মামাতো ভাই রুহুল আমিন জানান, গত কয়েক দিন আগে কবির ঢাকায় তার বাসায় বেড়াতে আসেন। সকালের দিকে আদাবর বেড়িবাঁধে হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় রাস্তায় একটি দোকানের পাশের কয়েকটি কেমিক্যালের ড্রাম কে বা কারা রেখে যায়।

এ সময় ওই কেমিক্যালের ড্রাম থেকে নিঃসরিত গ্যাসে পথচারীদের কয়েকজন অসুস্থ হয়ে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন। তার ভাইও এই গ্যাসের গন্ধে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান তার ভাই আর বেঁচে নেই।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW