দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি অধিকার বিষয়ে সাংবাদিকদের সাথে জনসংগঠনের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার অফিসার্স ক্লাবে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (সিডিএ) এর সহযোগিতায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম। ভূমিহীন সমন্বয় পরিষদের পুনট্রি ইউনিয়ন জনসংগঠনের সভাপতি মোঃ মতিউল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রেসক্লাবের সদস্য ইয়াছিন আলী আকতার, জাফর ইকবাল, ভূমিহীন সমন্বয় পরিষদের সহ সভাপতি মজিদুল হক প্রমূখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় উপজেলার ভূমিহীন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, প্রকৃত ভূমিহীন ব্যাক্তিসহ শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।