ভোলার দৌলতখানে আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় ধাপে পঞ্চম পর্যায়ের ভূমি ও গৃহহীন পঁচাশি পরিবারের মধ্যে ঘর ও জমি দেয়া হয়েছে।
মঙ্গলবার ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পঁচাশি পরিবারের মধ্যে জমি ও ঘর হস্তান্তর করা হয়। দৌলতখান উপজেলা কৃষি অফিস ট্রেনিং সেন্টারে আয়োজিত প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণীর ও বিভিন্ন পেশার লোকজন। উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান জানান, উপজেলার ভূমি ও গৃহীন পঁচাশি পরিবার ঘর ও জমি বুঝে পেয়েছেন।