ভাঙ্গুড়ায় কুরবানির তাৎপর্য নিয়ে উলামা পরিষদের আলোচনাসভা 

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) : : | প্রকাশ: ১১ জুন, ২০২৪, ০৭:৪০ পিএম

পাবনার ভাঙ্গুড়ায় কুরবানির তাৎপর্য,মহত্ত্ব ও মাসায়েল বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) রাতে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ  মাঠে এ আলোচনাসভার আয়োজন করে উপজেলা উলামা পরিষদ। আলোচনাসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা রকিব উদ্দিন আহমাদ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, যশোর জামিয়া এজাজিয়া মাদ্রাসার শাইখুল হাদীস আল্লামা হাবিবুর রহমান। আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আমিনুল হক মিয়াজী ও মুফতি নুরুজ্জামান নোমানী। এ সময় উপজেলা উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মানসুরুল হক, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু সাইদ,যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW