গাজীপুরের কাপাসিয়ায় নতুন করে প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পেলেন আরো পাঁচজন। ১১ জুন মঙ্গলবার সকালে সারাদেশে একযোগে উপহারের জমি সহ ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই অংশ হিসেবে কাপাসিয়া উপজেলায় পাঁচজন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ-২, প্রকল্প ৫ম পর্যায়ের (২য় ধাপ) জমিসহ উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসিতব্য পরিবারের পাঁচজন হলেন,
মোসাঃ রমিজা খাতুন, মোঃ আবদুল হালিম মুদ্দি, মোঃ আবদুল খালেক, সুমি আক্তার ও রাহিমা খাতুন।
কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসিতব্য পরিবারের কাছে এই উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান, কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কোহিনুর রহমান প্রমুখ।