ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সম্মেলন কক্ষে (১২ জুন) বুধবার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে কমিটির উপদেষ্টা নবাগত উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব বলেন, এ উপজেলায় মোটরসাইকেল চুরির নায়ক রয়েছে, এ কারণে চুরি বন্ধ হচ্ছে না, এদের ছদ্মবেশে ধরতে হবে। সংবাদকর্মীদের মধ্যে কিছু সাংবাদিক রয়েছে যারা মানুষকে হয়রানি করছে,তা বন্ধ করতে হবে। এজন্য প্রেসক্লাব গুলিতে মিটিং করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। তিনি আরো বলেন, ভূমি অফিসগুলোর প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে, এজন্য তহ্সিলদারদের আরো আন্তরিক হতে হবে। আরো বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা নবাগত ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, মতিউর রহমান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, বিজিবি নায়েক সুবেদার ঠান্ডু, হাবিলদার নুর নবী, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।