বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির রয়েছে নানা ডাকনাম। যার মধ্যে ‘গোট (এঙঅঞ)’ সর্বাধিক জনপ্রিয়। এর অর্থ ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ বা ‘সর্বকালের সেরা’। এর পাশাপাশি আর্জেন্টাইন মানুষের কাছে মেসির আরেকটি জনপ্রিয় ডাকনাম হলো ‘লা পুলগা’। অর্থ জানলে আপনি বেশ চমকে যাবেন। স্প্যানিশ শব্দ লা পুলগার অর্থ হলো ‘মাছি’। কিন্তু মেসিকে কেন মাছির সঙ্গে তুলনা করা হবে? এই প্রশ্নের উত্তর পেতে ফিরে যেতে হবে লিওনেল মেসির ছোট্টবেলায়। রোসারিওতে জন্ম নেওয়া মেসি শারীরিক গড়নে ছিলেন বেশ ছোট। গ্রোথ হরমোন ডিসঅর্ডারে (জিওডি) আক্রান্ত ছিলেন তিনি। যার চিকিৎসা ব্যয় বহন করেছিল কাতালান ক্লাব বার্সেলোনা। বিশ্বাস করা হয়, তার বড় দুই ভাই তাকে আদর করে ডাকতেন ‘লা পুলগিতা’ বা ‘ছোট মাছি’ নামে। ওই ডাক নামটিই পরে রূপান্তরিত হয় ‘লা পুলগা’য়। কিছু স্প্যানিশ গণমাধ্যম তাকে ডেকে থাকেন ‘লা পুলগা অ্যাটমিকা’ বা ‘অ্যাটমিক মাছি’ নামে। ফুটবল মাঠে তার বিধ্বংসী কার্যকলাপেই এই নামের পেছনে দায়ী। এছাড়াও ‘লিও’, ‘মেসিয়াহ’ বা ‘মসিহ’ সহ বেশ কিছু ডাকনাম রয়েছে লিওনেল মেসির।