শৈলকুপায় টিলারের চাকায় আটকে কৃষকের মৃত্যু 

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : : | প্রকাশ: ১২ জুন, ২০২৪, ১০:৩১ পিএম

শৈলকুপায় জমির মাটি সমান করতে গিয়ে পাওয়ার টিলারের চাকায় আটকে যাদব বিশ্বাস  নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।বুধবার দুপুরে আওধা মাঠে এঘটনাটি ঘটেছে।  নিহত যাদব বিশ্বাস হুদাকুশবাড়িয়া গ্রামের বিমল বিশ্বাসের ছেলে। 

এলাকাবাসী সুত্রে জানা যায়  বুধবার দুপুরে হুদাকুশ বাড়িয়া  গ্রামের যাদব বিশ্বাস ইঞ্জিন চালিত পাওয়ার টিলার দিয়ে জমির মাটি সমান করছিল।এসময় পাওয়ার টিলারের  চাকা উল্টে গেলে সেটা সোজা করতে গিয়ে চাকার সাথে জড়িয়ে ঘটনস্থলে মারা যায়। এ ব্যাপারে লাঙ্গল বাদ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ অফিসার এস আই তৌকির  জানান লিখিতভাবে কেউ আমাকে না জানালেও আমি মৌখিক ভাবে শুনেছি। 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW