কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল, ছাগলের ঘর ও ওষুধ বিতরণ 

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : : | প্রকাশ: ১৩ জুন, ২০২৪, ০৩:০০ পিএম

পিরোজপুরের কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল, ছাগলের ঘর, ওষুধ ও খাবার বিতরণ। কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলা চত্বর থেকে ২০২৩/২৪ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

উপকরণ সহায়তা হিসেবে ২০ জন জেলেদের মাঝে প্রত্যেককে দুইটি করে মোট ৪০টি ছাগল, ছাগল রাখার ঘর, ১৫ কেজি করে ভুসি ও ওষুধ বিতরণ করা হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মৎস কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহমেদ প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জেলেদের উদ্দেশ্যে বলেন, আপনারা কখনো অবৈধ জাল দিয়ে মাছ শিকার করবেন না, নিষিদ্ধ সময় নদীতে কোন প্রকার মাছ ধরা থেকে থেকে বিরত থাকবেন। এজন্য সরকার আপনাদের বিভিন্ন সময় সহযোগিতা দিয়ে থাকেন। জেলা মৎস্য কর্মকর্তা আজারুল ইসলাম বলেন, জেলেরা সবসময় মৎস্য আইন মেনে চলবেন। ঝাটকা ইলিশ মাছ সহ সকল প্রকার অবৈধ মাছ ধরা থেকে আপনারা বিরত থাকবেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW