দুই জন খেলোয়াড় চোট পেয়ে ছিটকে পড়ার পর কেবল একজনকে স্কোয়াডে যোগ করেছিল নেদারল্যান্ডস। কোচ রোনাল্ড কুমান এটাও বলেন যে, আর কাউকে স্কোয়াডে চান না তিনি। তবে এর কয়েক ঘণ্টা পরই সিদ্ধান্ত বদলে ফরোয়ার্ড ইয়োশুয়া জির্কজিকে দলে যোগ করেন এই ডাচ কোচ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনায় শুরুতে ভালোমতোই ছিলেন ২৩ বছর বয়সী র্র্জিকজি। কিন্তু পরে চোট পেয়ে ছিটকে যান বোলোনিয়ার এই খেলোয়াড়। বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংকে নিয়ে চোট-সমস্যা আগে থেকেই ছিল। তারপরও তাকে দলে রেখেছিলেন কোচ। কিন্তু গত সোমবার নিশ্চিত হয়ে যায় যে, যথাসময়ে তার সেরে ওঠার সম্ভাবনা নেই। ওইদিনই চোট পেয়ে ছিটকে পড়েন আরেক মিডফিল্ডার তেউন কুপমেইনার্স। তবে কোচ কেবল ডি ইয়ংয়ের জায়গায় ডিফেন্ডার ইয়ান মাটসেনকে দলে নেন। ফলে নেদারল্যান্ডস দল দাঁড়ায় ২৫ জনে। বৃহস্পতিবার সকালেও সংবাদ সম্মেলনে কুমান বলেন, আর কোনো খেলোয়াড় চান না তিনি। কিন্তু এর কয়েক ঘণ্টা পরই জির্কজিকে দলে যোগ করল নেদারল্যান্ডস। এতে পূর্ণ হলো তাদের ২৬ জনের স্কোয়াড।