গোমস্তাপুরে তামাক নিয়ন্ত্রণ আইন নির্দেশিকা বাস্তবায়ন  সভা 

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : : | প্রকাশ: ১৩ জুন, ২০২৪, ০৪:০৭ এএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্থানীয় সরকার কর্তৃক প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ আইন নির্দেশিকা বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, স্থানীয় এনজিও অগ্রদূত বাংলাদেশ এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউ বিবি ট্রাস্ট এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুনিরা খাতুন, গোমস্তাপুর উনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, শামিউল আলম, বেসরকারী উন্নয়ন সংস্থা অগ্রদূত বাংলাদেশের নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেলসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। 

সভায় বক্তারা বলেন কোভিড-১৯ এর ঝুঁকি হ্রাসে ধূমপান ও তামাকজাতদ্রব্য পরিবেশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপান ত্যাগ করে সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখার আহবান জানানো হয়। এছাড়াও বক্তারা স্থানীয় সরকারি অফিস আদালতকে ধূমপানমুক্ত ঘোষণা করার আহ্বান জানান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW