গফরগাঁওয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে নববধূর আত্মহত্যা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :  : | প্রকাশ: ১৩ জুন, ২০২৪, ১০:২২ পিএম

হাতের মেহেদী রং মুছে যেতে না যেতেই স্বামীর সাথে ঝগড়া করে হনুফা বেগম (২২) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি গত বুধবার রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামে ঘটে। পুলিশ জানায়, বিগত আড়াই বছর পূর্বে পাশ্ববর্তী ত্রিশাল উপজেলার সাকুয়া গ্রামের আবদুর রশিদের মেয়ে হনুফা বেগমের সঙ্গে গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামে গার্মেন্টস কর্মী রাসেল মিয়ার বিয়ে হয়। ঘটনাদিন স্বামীর সঙ্গে ঝগড়া করে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে হনুফা বেগম। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান খান জানান, নববধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW