মালয়েশিয়ান ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে পাহাংয়ের দারুল মাকমুর কুয়ান্তান স্টেডিয়ামে। এই আসরে অংশ নিয়েছেন বাংলাদেশের ৭ অ্যাথলেট। হাইজাম্প ইভেন্টে রিতু আক্তার ১.৭৫ মিটার লাফিয়ে রৌপ্য পদক জিতেছেন। ১০ দেশের ১৫ জন অ্যাথলেটের মধ্যে রিতু দ্বিতীয় হন। এদিকে ২০০মিটার ইভেন্টে তৃতীয় হিটে মো. জহির রায়হান অংশ নিয়ে ২২.২৬ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তার ২০০ মিটার সেমিফাইনাল হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।