লেভারকুজেনে মিডফিল্ডার গার্সিয়া

এফএনএস স্পোর্টস: : | প্রকাশ: ১৪ জুন, ২০২৪, ০৪:০৭ পিএম

লা লিগায় চমক দেখানো জিরোনার হয়ে আলো ছড়িয়ে এবার নতুন ঠিকানায় যাচ্ছেন আলেইশ গার্সিয়া। স্প্যানিশ এই মিডফিল্ডারকে দলে টেনেছে বায়ার লেভারকুজেন। পাঁচ বছরের চুক্তিতে ২৬ বছর বয়সী গার্সিয়াকে দলে যোগ করার কথা বৃহস্পতিবার জানায় জার্মান চ্যাম্পিয়নরা। ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দেয় জিরোনা। প্রথমবারের মতো প্রতিযোগিতাটিতে তৃতীয় হয়ে ইতিহাস গড়ে তারা। কাতালান ক্লাবটির এই সাফল্যের পথে বড় অবদান রাখেন গার্সিয়া। লিগে ৩৭ ম্যাচ খেলে তিনটি গোল করার পাশাপাশি ৬টি অ্যাসিস্ট করেন তিনি। গার্সিয়াকে দলে ভেড়াতে পারার উচ্ছ্বাস প্রকাশ করেছে লেভারকুজেন। প্রথমবারের মতো বুন্ডেসলিগা শিরোপা জেতার ইতিহাস গড়া ক্লাবে যেতে পেরে ভীষণ খুশি এই ফুটবলারও।আমি রোমাঞ্চিত যে, এমন একটি ক্লাব আমাকে পেতে এত কিছু করেছে। এখন অবশ্যই সব প্রত্যাশা পূরণ করতে চাই এবং এই দল ক্লাবের সাফল্যের ধারা অব্যাহত রাখতে অবদান রাখতে চাই।গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সাইপ্রাসের বিপক্ষে ম্যাচে স্পেনের হয়ে অভিষেক হয়ে গার্সিয়ার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলা এই মিডফিল্ডার নেই এবারের ইউরোর দলে।

 

 

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW