কচুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ভ্যানচালক নিহত

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : : | প্রকাশ: ১৬ জুন, ২০২৪, ০৯:২৩ পিএম

বাগেরহাটের কচুয়ায় ব্যাটারি চালিত ভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন ভ্যানচালক নিহত হয়েছে। ১৬ জুন আ: হক খান (৫০) নামের ব্যাটারি চালিত ঐ ভ্যান চালক গাড়িতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে বিকাল ৫.৩০ মিনিটের দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তাকে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

তবে এ ঘটনায় তার নিকট আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করেছেন। তারা অভিযোগ করে বলেছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও জরুরি বিভাগে কোন ডাক্তার ছিল না। তাই সময় মতো চিকিৎসা না হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে তারা হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডাক্তারের উপরে তারা ক্ষুব্ধ হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাক্তার মনি শংকর পাইক বলেন, ঘটনাটি নিয়ে আমাকে ফোন দেওয়া হয়। আমি একটু খাবার খাওয়ার জন্য বাজারে ছিলাম। খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করলে তাকে মৃত পাওয়া যায়। নিহত ওই ভ্যানচালকের বাড়ি কচুয়া উপজেলার হাজরাখালী গ্রামে তার পিতার নাম মুজিবুর রহমান।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW