বাণিজ্য মন্ত্রণালয় ২৬টি দেশের সঙ্গে এফটিএ নিয়ে কাজ করছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

এফএনএস: : | প্রকাশ: ২০ জুন, ২০২৪, ১২:৫৫ এএম

বাণিজ্য মন্ত্রণালয় এ মুহূর্তে ২৬টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে কাজ করছে বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ভবনে বাংলাদেশের বাণিজ্য নীতির বিবর্তন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নির্দেশনা বিষয়ে এক সেমিনারে বক্তব্য দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এ মুহূর্তে ২৬টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে কাজ করছে। এ ছাড়া সরকার বিভিন্ন দেশের সঙ্গে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে; তবে কাক্সিক্ষত মাত্রায় সাড়া মিলছে না।

রপ্তানি বাড়াতে আমদানির বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের অনেক পণ্য উৎপাদনের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই রপ্তানি বাড়াতে কাঁচমাল আমদানি করতেই। কেবল উৎপাদন বাড়ালেই রপ্তানি বাড়ানো সম্ভব।

বঙ্গোপসাগরকে যুক্ত করে বিশ্ববাণিজ্য বাড়ানোর চেষ্টা চলছে জানিয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, এ ক্ষেত্রে গত তিন মাসে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছ। বাংলাদেশ সম্পর্কে সবার ধারণা পজিটিভ।

ট্যারিফ পলিসির সঙ্গে লজিস্টিক পলিসি পরিবর্তন করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে গ্লোবালি কীভাবে সুবিধা নেয়া যায়, সে বিষয়ে আলোচনা চলছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW