কলারোয়ায় এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : : | প্রকাশ: ২০ জুন, ২০২৪, ০৭:০৪ এএম

কলারোয়ায় রিয়া আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার কেঁড়াগাছি গ্রামের মোটরসাইকেল চালক আলমগীর হোসেনের কন্যা। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১১দিন আগে পারিবারিক ভাবে রিয়া আক্তারকে বিয়ে হয় উপজেলার সিংহলাল গ্রামের রায়দুল গাজীর ছেলে ট্রলি চালক মেহেদী হাসান (২১) এর সহিত। বিয়ের পরে রিয়া আক্তার তার স্বামীর বাড়ীতে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গলায় ওড়না পেচিয়ে আআত্মহত্যা করে। কি কারণে সে আআত্মহত্যা করেছে তা তার পরিবার ও স্বামীর বাড়ীর লোকজন বলতে পারছেন না। ঘটনার সময় ট্রলি চালক মেহেদী হাসান বাসায় ছিলেন না বলে জানান। থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, তিনি লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছেন। এ বিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW